জেমিনি নামে গুগলের নতুন এআই মডেল
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল আনলো গুগল। এআই চ্যাটবট বার্ডের জন্য জেমিনি নামে নতুন মডেলটি নিয়ে আসা হয়েছে। এর ব্যবহারের ফলে চ্যাটবটটি আরও উন্নত যুক্তিভিত্তিক বোঝার ক্ষমতা অর্জন করবে।
স্মার্টফোন থেকে ডেটা সেন্টারে ব্যবহারের জন্য আলট্রা, প্রো ও ন্যানো–এই তিনটি সাইজে জেমিনি মডেলটি তৈরি করা হয়েছে।
দুই পর্যায়ে জেমিনিকে বার্ডে অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিক পর্যায়ে বার্ডে জেমিনি প্রো ব্যবহার করা হবে। আগামী বছরে জেমিনি আলট্রা এআই মডেল বার্ডে ব্যবহার করা হবে।
জেমিনি প্রো এর বার্ডের সংস্করণটি ইংরেজি ভাষায় ব্যবহার জন্য বিশ্বের ১৭০টি দেশে পাওয়া যাবে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশে এবং অন্য কিছু ভাষাতেও এই বার্ডের সংস্করণটি ছাড়া হবে।
গুগল অ্যাস্টিটেন্টের ও বার্ডের জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট সিসি সিয়াও বলেন, বার্ড তৈরির পর এটি চ্যাটবটটির সবচেয়ে বড় মানের উন্নতি।
ডিবিটেক/বিএমটি







